পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় আব্দুল্লাহ (৭) নামের এক শিশু নিখোঁজের একদিন পর রাজবাড়ির শিবচৌকি (পুকুর) থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল্লাহ উপজেলার রামজীবনপুর গ্রামের ডাউলমিল শ্রমিক বরজাহান আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।
মা সুমি বেগম বলেন, শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে আমি ছেলেকে নিয়ে পুঠিয়া সদরে আসছিলাম। আর ছেলে আমার সাথে পেছনে হেঁটে আসছিল। এক সময় আমি পৌরসভা কার্যালয়ের সামনে এসে দেখি সে সাথে নেই। এরপর থেকে অনেক খোজাখুজি করেও তার কোনো সন্ধান পাইনি। আজ রোববার সকালে এলাকার লোকজন রাজবাড়ির শিবচৌকিতে ছেলের লাশ ভেসে থাকতে দেখে আমাদের খবর দেন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, রাজবাড়ির পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারের বিষয়টি আমরা শুনেছি। ঘটনা স্থলে পুলিশের তদন্তদল পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।