পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় এক ডাল মিলেরর নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকার সাড়ে ১০ টায় উপজেলার ভালুকগাছী নন্দনপুর গ্রামের সুইচগেট সংলগ্ন নইমুদ্দিনের আম বাগানে স্থানীয়রা রোকেয়া বেগম (৪০) নামের এক নারীর মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। এসময় লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। মৃত ওই নারী উপজেলার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত সমেজ মোল্লার মেয়ে। সে বানেশ্বর বাজারে একটি ডাল মিলে কাজ করতো বলে জানাগেছে।
মৃত রোকেয়া বেগমের ভাই শহিদ আলী জানান, বানেশ্বর বাজারের একটি ডাল মিলে কাজ করতো রোকেয়া। কখনও দিনে ডিউটি পরতো কখনও রাতে ডিউটি পরতো। গত সোমবার রোকেয়ার রাতে ডিউটি ছিলো। সে কারণে সন্ধ্যায় বাড়ির কাজকর্ম শেষে ডাল মিলে কাজের উদ্দেশ্যে বেড়িয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে হঠাৎ থানা থেকে সংবাদ আসে তার বোন রোকেয়া বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। এব্যপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সায়েদুর রহমান ভুইয়া জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশটির কোথাও কোন ক্ষত চিহ্ন না থাকায় মৃত্যুর রহস্যজনক কোন কারণ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ