পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: পুঠিয়ার বেলপুকুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে মৃত নারীর লাশ রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করে। রবিবার ভোরে যে কোন সময় অজ্ঞাত ঐই নারী পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট নামক স্থানে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। বেলপকুর থানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার সময় বেলপুকুর
রেলওয়ে কর্মীরা ট্রেনে কাটা পড়ে মৃত অজ্ঞাত নারীর লাশ দেখতে পায়। পড়ে তারা বেলপুকুর থানাকে খবর দেয়। খবর পয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে রেলওয়ে থানা পুলিশ অজ্ঞান নারীর লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়।
আর/এস