নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ট্রাক উল্টে সিয়াম উদ্দিন (১৮) নামের এক ট্রাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ট্রাক ড্রাইভার নজরুল ইসলাম আহত হন। নিহত ট্রাক শ্রমিক চারঘাট উপজেলার সারদা ইউনিয়নের মুত্তারপুর গ্রামের রমজান আলীর ছেলে। স্থানীয়রা জানান, আজ বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে মুক্তারপুর বালুঘাট থেকে বালু বোঝাই একটি ট্রাক পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। বালু বোঝাই ট্রাকটি নয়াপাড়া মসজিদের কাছে আসা
মাত্রই সড়কের এক পাশে চাকা বসে উল্টে গিয়ে পাশে খাদে পড়ে যায়। এতে বালুর ট্রাকের উপরে থাকা শ্রমিক সিয়াম উদ্দিন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয় এবং ট্রাক ড্রাইভার ট্রাক থেকে পড়ে আহত হয়। খরব পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাক চালককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এস/আর