রাজশাহীর পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওমর ফারুক (৩২) নামের একব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি পুঠিয়া উপজেলার দাসমাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। গত বুধবার ৯ জুন সন্ধ্যায় তাকে নওয়াপাড়া থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফারুককে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর