পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে এই সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বাক্কার সিদ্দিক। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপি’র সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা সাবেক দলের সভাপতি রুকনুজ্জামান আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা ও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান।
সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বর ও ২০২৪ এর জুলাই চেতনা একই সূত্রে গাঁথা বলে উল্লেখ করেন।
সাবেক এমপি আব্দুস সাত্তার মণ্ডল, পুঠিয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আমিনুল হক মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল হক সরকার, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক, পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, বিএনপি নেতা বাবুল মিয়া ও অ্যাডভোকেট আব্দুস সামাদ সরকার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশে অংশ নেন।
বিএ..