পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় বাসের জানালের বাইরে হাত রেখে ট্রাকের ঘর্ষণে বাবু নামের এক যাত্রীর হাত কেটে পড়েছে। রোববার বিকেল ৩টার দিকে পুঠিয়ার রাজশাহী-ঢাকা মহাসড়কের শিবপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ফুলবাড়ি এলাকার আসানের ছেলে।
জানা গেছে, বাবু নাটোর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাসে চড়ে রাজশাহী যাচ্ছিলেন। বাসের জানালার বাইরে হাত রেখেই তিনি যাচ্ছিলেন। পথে বাসটি পুঠিয়ার শিবপুর হাটে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের ঘর্ষণে হাত কেটে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
রামেক হাসপাতাল পুলিশ বক্স বাবুর হাত কেটে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
খবর২৪ঘণ্টা/এমকে