নিজস্ব প্রতিবেদক: পুঠিয়া ঝলমলিয়ায় গোরস্থানের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মানের অভিযোগ উঠেছে। এ মাসের শুরুতে রাস্তা বন্ধ করে মার্কেট নির্মানের কাজ শুরু করেন কানাইপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে মাহাতাব আলী সরকার ও তার ভাইয়েরা। ঘটনাটি ঘটেছে পুঠিয়া পৌর সভার ৯নং ওয়ার্ডের ঝলমলিয়া বাজারের তালতলা নামক স্থানে। এ বিষয়ে ভুক্তভোগি ঝলমলিয়া বাজারের মতিউর রহমানের ছেলে নজরুল ইসলাম পুঠিয়া পৌরসভায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, পুঠিয়া পৌরসভার ঝলমলিয়া বাজারের তালতলা নামক স্থানে নজরুল ইসলামের পারিবারিক গোরস্থান রয়েছে। নজরুল ইসলামের মৃত নানা তাজ উদ্দিন খাঁনের ছেলে না থাকায় তারা মেয়ে অর্থাৎ নজরুল ইসলামের মৃত মা জাহানারা বেগমের একমাত্র উত্তরাধিকারী নজরুল ইসলাম তার নানার রেখে যাওয়া সম্পত্তির মালিক হন। নজরুল ইসলামের নানা জীবিত অবস্থায় ঝলমালিয়া বাজারের তাদের পারিবারিক গোরস্থানের সামনের চারজনের কাছে ৩৭ শতক জমি বিক্রি করেন। পরে ক্রয়কৃত জমির উপর তিনজন বাড়ি নির্মান করেন। বাকি আজিজুর রহমানের ক্রয়কৃত জমির পাশ দিয়ে নজরুল ইসলামের পাবিবারিক গোরস্থানে যাতায়াতের জন্য রাস্তা ছিলো। বর্তমানে সেই রাস্তা বন্ধ করে তারা মার্কেট নির্মান করছেন। ঝলমলিয়া বাজারের ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা মইনুউদ্দিন আহম্মেদ জানান, বর্তমানে যে জমির উপর মৃত আজিজুর রহমানের ছেলেরা মার্কেট নির্মাণ করছে সেই জায়গাটি শুয়া নয়শত বিক্রি করেন নজরুল ইসলামের নানা। জমিটির সরজমিনে দেড় থেকে দুই শত জমি বেশি রয়েছে। সেই বেশি জায়গাটি ছেড়ে দিলেই নজুরুল ও তার পরিবারের সদস্যরা গোরস্থানে যাওয়াতের রাস্তা হিসেবে ব্যবহার করতে পারবে। এব্যাপারে পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি বলেন, গত বৃহস্পতিবার আমি অভিযোগটি পেয়েছি। সরজমিনে লোক পাঠিয়ে ব্যবস্থা নিবো বলে তিনি জানান
খবর২৪ঘন্টা/আব/নই