পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার জিউপাড়া ইউনিয়নের গাইনপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে গৃহবধুর স্বামী লিটনের সাথে তার বাকবিতণ্ড হয়। এনিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এর কিছুক্ষণ পরেই ওই গৃহবধুর মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গৃহবধুর মৃত্যুর ঘটনা নিয়েই কাজ করছি।
খবর২৪ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।