পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে গাড়ীর ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ বাজার সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। তবে অজ্ঞাত ওই নারীর (৪০) পরিচয় মেলেনি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে পুঠিয়া উপজেলার কাজিপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রাকিবুল হাসান।
স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই নারী বেশ কিছুদিন ধরে সেনভাগ এলাকায় ভিক্ষা করতো কিন্তু তার নাম পরিচয় কেও জানেনা বলে জানা যায়। এব্যপারে পুঠিয়া থানার সেকেন্ড অফিসার এসআই ইফতেখায়ের আল আমিন জানান, ভোর রাতে কোন অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।খবর২৪ঘণ্টা.কম/রখ