রাজশাহীর পুঠিয়ায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে বাপ্পি (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (৩০ মার্চ) রাতে উপজেলার বেলপুকুর বাজার সংলগ্ন মন্টুর আমবাগানে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। তাকে দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বাপ্পি উপজেলার চকজামিরা গ্রামের বাবুল হোসেনের ছেলে। সে বেলপুকুর বাজারের একটি গ্যারেজে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধার পর বাপ্পির বাবা গ্যারেজে কাজ না করে জামিরা বাজারের একটি দোকান নিয়ে নিজে ব্যবসা করার কথা জানান ছেলেকে। এ বিষয় নিয়ে বাবা ও সন্তানের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত্রি ১০টার দিকে বাড়ি থেকে বের হয় বাপ্পি। রাতে সে বাড়ি ফিরে না আসায় সকালে খোঁজ খবর শুরু করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাপ্পিকে আমগাছের ডালের সাথে রসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়।
বেলপুকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাপ্পি নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিএ/