পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: পুঠিয়া গলায় ফাঁস দিয়ে ছানোয়ারা(৪০) নামের এক গৃহবূধু আত্নহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার বানেশ্বর খুটিপাড়া নামক স্থানে তার নিজ ঘরে এই ফাঁস দেওয়ার ঘটনা ঘটে। সে ঐ এলাকার কুদ্দুসের স্ত্রী। মানসিক ভাবে অসুস্থ্য থাকায় নিহত ছানোয়ারা আত্নহত্যা করেছে বলে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম দাবি করেন। ময়না তদন্ত ছাড়ায় শনিবার সকাল১০টায় নিহতের লাশ দাফন সম্পন্ন হয়েছ। নিহতের ভাই মানু জানায়, ছানোয়ারা অনেক দিন ধরে মানসিক রোগসহ বিভিন্ন রোগে
অসুস্থ্য ছিলেন। শুক্রবার নিহতে স্বামী কুদ্দুস স্ত্রী বাড়ির বাইরে চলে যাবে ভেবে তাকে ঘরে রেখে তালা মেরে কাজে চলে যায়। রাতে নিহতের ছোট মেয়ে ঘরে ঢুকে দেখে গালায় ওরণা পেচিয়ে ঝুলে আছে। থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শেষে ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়। শনিবার সকাল১০টায় নিহতের লাশ দাফন সম্পন্ন হয়েছে বলে বানেশ্বর ইউপি সদস্য আজিজ নিশ্চিত করেন।
আর/এস