শান্তি-শৃঙ্খলা সর্বত্র”স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে।
পুঠিয়া থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে বর্নাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে পুঠিয়া সরকারি পি এন উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুঠিয়া থানার ওসি সোহরাওয়াদী হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্ছু, নির্বাহী কর্মকর্তা নুুরুল হাই মোহাস্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ হোসেন।
এ সময় সাবেক জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও থানা পুলিশের অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএ/