পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
পুঠিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের বাপ ছেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। সোমবার পুঠিয়া উপজেলা আ’লীগের আয়োজন মনোনয়ন ফরম সংগ্রহ অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য ড. মুনছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা ও পৌর ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ। দুপুর ১২টার সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্যের উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করা হয়। সেসময় বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, তার ছেলে উপজেলাা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনুজ্জামান সুমন ও তার বড় ভাই মাকসুদুর
রহমানা মাসুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেন, রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহসান-উল হক মাসুদ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপাতি জিএম হিরা বাচ্চু, জেলা আ’লীগ সদস্য গোলাম ফারুক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার কনক, শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলসহ ১৫ জন। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৯জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার এই তিনটি পদে মনোনয়ন দেওয়া হবে পুঠিয়া উপজেলা আ’লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।