রাজশাহীর পুঠিয়ায় ইয়াবাসহ সুনীল সরকার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামের বিশু সরকারের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে পুঠিয়া থানাধীন কান্দ্রা চুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল কোম্পানী
কমান্ডার সহকারী পরিচালক এএসপি মাসুদ রানার নেতৃত্বে বৃহস্পতিবার রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কান্দ্রা চুনিপাড়া গ্রামের একটি ফার্মেসীর সামনে থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুনীল সরকারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে স্বীকার করে।
এস/আর