রাজশাহীর পুঠিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০ হাজার জরিমানা আদায় করেছে।
বুধবার (২৪ আগষ্ট) দুপুরে রাজশাহী জেলা ভোক্তা-অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম এর নেতৃত্বে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া ও পুঠিয়া বাজারে অভিযানে পরিচালনা করেন।
অভিযানে উপজেলার ধোপাপাড়া আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের মিল-চাতাল-গোডাউনে গিয়ে প্রতিষ্ঠান পরিচালনার সার্বিক বিষয় দেখে সন্তোষজনক বলেছে ।
অপরদিকে, পুঠিয়া বাজার এলাকায় মামুন বেকারী এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার আইন ২০০৯ এর ৪২,৪৪ ধারা ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর হাফিজুর রহমানসহ থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
তবে, নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্য এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাফিজুর রহমান।
বিএ/