পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় আম বাগান থেকে সাবিনা ইয়াসমিন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। তবে এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকা জুড়ে চলছে নানা আলোচনা।
মৃত সাবিনা ইয়াসমিন উপজেলার পীরগাছা গ্রামের জহুরুল ইসলাম ওরফে ঝনু খলিফার স্ত্রী। বৃহস্পতিবার (২২অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে সুলতানা খাতুন বলেন, গতকাল বিকেলে জমিজমা সংক্রান্ত জেরে আমার মা ও দাদির মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় আব্বা রেগে গিয়ে মাকে একটা চড় মারেন। এরপর সন্ধ্যার দিকে মা নানি বাড়ি চলে যাবে বলে বাড়ি থেকে বের হন। সকালে এলাকার লোকজন স্থানীয় আকালু সরকারের আম বাগানে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ওই আম বাগান থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন। এটা হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখন কিছুই বলা যাচ্ছেনা। জিজ্ঞাসাবাদ চলছে আর লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।
খবর২৪ঘন্টা/নই