1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় অপারেশন থিয়েটারে প্রসূতি মৃত্যুর অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

পুঠিয়ায় অপারেশন থিয়েটারে প্রসূতি মৃত্যুর অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বে-সরকারী স্কয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারে মামুনি খাতুন (২২) নামের এক প্রসুতি মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মামুনি খাতুন নাটোর সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মোতালেব হেসেনের মেয়ে।

নিহতের বাবা মোতালেব হোসেন বলেন, আমার মেয়েকে চারঘাট উপজেলার গোচর এলাকায় বিয়ে দিয়েছি। কিছু দিন আগে বাচ্চা প্রসব হওয়াতে আমাদের বাড়ি এসেছে। সোমবার বিকেল মেয়ে প্রসব ব্যথা শুরু হলে আমরা পুঠিয়া স্কায়ার হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসকরা বলেন, পেটের মধ্যে বাচ্চার অবস্থা ভালো নয়, তাই জরুরী সির্জার করাতে হবে। আমরা রাজি হলে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেয়েকে অপারেশন থিয়েটারে নেয় তারা। দীর্ঘ সময় পর একজন চিকিৎসক বাহিরে এসে বলেন

একটি কন্যা সন্তান হয়েছে। তবে মায়ের অবস্থা ভালো নয়। আপনারা এই মুহুর্তে রামেক হাসপাতালে নিয়ে যান। সে সময় আমার মেয়ে অচেতন না মৃত তা তৎক্ষনিক বুঝতে পারিনি। ডাক্তারের কথায় আমরা তাড়াহুড়া করে মেয়েকে একটি মাইক্রোবাসে তুলে রাজশাহী যাওয়ার পথে বুঝতে পারি সে মারা গেছে।

পুঠিয়া স্কয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (১৪ ডিসেম্বর) ডাঃ আরেফিন সিদ্দিক নামে একজন চিকিৎসক ওই অন্তঃসত্তা রোগির সির্জার করেন। সে সময় রোগির অবস্থা খারাপ হলে তাকে রামেক হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। সে সময় পরিবারের লোকজন রোগিকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, স্কয়ার হাসপাতালে রোগি মৃত্যুর ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST