রাজশাহীর পুঠিয়ায় ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রী (১৬) অপহরণের দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারনি। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারাপুর এলাকার একটি রাস্তা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। কারো সাথে তাকে পাওয়া যায়নি। তবে এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
উল্লেখ, গত ১ জুন বেলা সাড়ে ১১ টার দিকে ওই কিশোরী প্রাইভেট পড়তে যাচ্ছিলো। এ সময় সদর এলাকার কাঠালবাড়িয়া গ্রামের বাসিন্ধা শামিম হোসেনের ছেলে শাওন (২০) ও তার কয়েকজন সঙ্গী মিলে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ অভিযোগ করেন ভূক্তভোগি কিশোরীর বাবা। পরে তিনি বাদী হয়ে মঙ্গলবার রাতে শাওনসহ ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেন। ভুক্তভোগি কিশোরী উপজেলার কৃষ্ণপুর গ্রামের জনৈক ব্যাক্তির মেয়ে ও আল ইনসানিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণীর ছাত্রী।
এস/আর