দুর্গাপুর প্রতিনিধি : পুঠিয়া উপজেলার বানেশ্বর নামাজ গ্রামের মানসিক প্রতিবন্ধী ইসকান্দার আলী (৭৬) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। জানা যায়, উপজেলার বানেশ্বর নামাজ গ্রাম এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে মানসিক প্রতিবন্ধী ইসকান্দার আলী (২৪ জুলাই) শুক্রবার ভোর
৫টায় নিজ বাড়ি হতে বের হয়। তারপর থেকে সে আর বাড়ী ফিরে আসে নি। ওই ব্যক্তির পড়নে ছিলো কালো রঙের হাফ হাতা শার্ট,লাল রঙের লুঙ্গি। উচ্চতা ৫ফুট ৫ইঞ্চি। গায়ের রং শ্যামলা,মুখে দাঁড়ি ও গোফ আছে। উক্ত ব্যক্তির সন্ধান পেলে নিন্মে নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার। যোগাযোগের নম্বর ০১৭৮৫৪৯১১৯৯,০১৭৮৭৩৩৯৪৯২।
এমকে