পুঠিয়া প্রতিনিধি :
ভ্যাপসা গরমের মধ্যে রাজশাহীর বৃহত্তর বানেশ্বর হাট-বাজারে চলে এসেছে শীতকাল শিম, বাঁধাকপি, ফুলকপি, গাজর, শসা, টমেটো, বেগুনসহ আরও নানান সবজি। মৌসুম শুরুর বেশ আগেভাগেই চলে আসা এ সবজি দেদারসে বিক্রি হলেও দাম অনেকটা নাগলের বাইরে।
মঙ্গলবার ও গতকাল পুঠিয়া উপজেলার বৃহত্তর বানেশ্বর হাট-বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, মাংসের দাম অপরিবর্তিত থাকলেও সবজির দাম একটু বাড়তি রয়েছে। যা নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে রয়েছে। জাত ও মানভেদে শিমের কেজি বিক্রি হচ্ছে ১০০- ১২০ টাকা, মুলা প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০
থেকে ১২০ টাকা, গাজর ৯০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া প্রতিকেজি পটল ২০থেকে ২৫ টাকা, ঝিঙা ৩৫ থেকে ৪০ টাকা, করলা ৪৫ থেকে ৫০ টাকা, কাঁকরোল ৩৫ থেকে ৪০টাকা, বেগুন ৫৫ থেকে ৬০ টাকা, ঢেঁডস ৩০ থেকে ৩৫ টাকা, শসা ৩০ থেকে ৩৫ টাকা, কচুরলতি ৪০ টাকা, পেঁপে ১২ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তাছাড়া ফুল কপি প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকা, প্রতি পিস বাঁধাকপি ২৫ থেকে ৩০ কেজি, ও কলা ১৫ থেকে ২০ টাকা হালি, লাউ প্রতি পিস ২৫ থেকে ৩০ টাকা, জালিকুমড়া প্রতিপিস ১০ থেকে ১৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের শাক। প্রতি
আঁটি লালশাক ৮ থেকে ১০ টাকা, মুলাশাক ১৫ থেকে ২০ টাকা, পুঁইশাক ১৫ থেকে ২০ টাকা, কলমিশাক কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা বিক্রি করতে দেখা যায়।
বানেশ্বর বাজারের হায়দার ও আলমগীর বলেন, বাজারে সব সবজির দাম বেশি। শুধু পেঁপে দাম একটু কম। এমন চড়া বাজারে পছন্দ মতো সবজি কিনে খাওয়া কষ্টকর। তবে বয়লার মুরগির দাম কমেছে। অন্যদিকে চড়া দামেই বিক্রি হচ্ছে রসুন, আদা। দেশি রসুন প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, আদা ১৬০ থেকে ১৮০ টাকা, পেঁয়াজ দেশি ৪০ থেকে ৪৫ টাকা, ইন্ডিয়ান ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।তবে এসব বাজারে মাংসের দাম কিছুটা নিম্নমুখী রয়েছে। গরুর মাংস ঈদের আগে ৬০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫৮০
টাকায় বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হতে দেখা গেছে মহিষের মাংস। খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে। দেশি মুরগি প্রতি কেজি ২৩০থেকে ২৬০ টাকা, সোনালি মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা, বয়লার প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। অন্যদিকে ঈদের পর থেকেই অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, ভোজ্যতেল ও ডিমের দাম। সবজির দামের বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, যে কোনো সবজি বাজারে নতুন আসলে দাম একটু বাড়তিই থাকে। শীত আসতে এখনো বেশ বাকি আছে। তবে শীতের আগাম সবজি হিসেবে শিম, বাঁধাকপি, ফুলকপি, গাজর, শসা, টমেটো, বেগুনসহ আরও নানান সবজি ইতোমধ্যে বাজারে চলে এসেছে। আগাম বাজারে আসায় এ সবজিগুলোর দাম চড়া।
আর/এস