পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
পুঠিয়ার ধোপাপাড়া মেমোরিয়্যাল ডিগ্রী মহাবিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার দুপুর ১২টার সময় মহাবিদ্যালয় চত্বরে এ বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়। বৃক্ষ রোপাণ কর্মসূচীর উদ্বোধন করেন মহাবিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাবেক জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সফিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মইনুল ইসলাম, শহিদুল ইসলাম,
ফাতেমা খাতুন, মহসিনা খাতুন, বিলকিস নাহার, প্রভাষক সাজেদুর রহমান জুয়েল, ইউসুফ আলী, সাইদুর রহমান, মশিউর রহমান, শ্যামল কুমার সরকারসহ মহাবিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে মহাবিদ্যালয় চত্বরে প্রায় অর্ধ শতাধিক আমের চারা গাছ রোপণ করা হয়।
আর/এস