পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া-ভাটপাড়া সড়কের বুড়ির বটতলা নামক স্থানে ভ্যান ছিনতাই হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেসময় ছিনতাইকারীর এক ভ্যানচালক মারধোর করে গুরুত্বর আহত করে তিনটি ভ্যান নিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত ভ্যানচালক চারঘাট উপজেলার বালুদিয়ার গ্রামের তছের আলীর ছেলে
ভ্যানচালক রফিকুল ইসলাম (৩৫)। ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, আমি আমার প্রতিবেশী সৈয়দ ও মজিবর এবং আমার গ্রামের পাটের ব্যাপারী বিশু মো আমাদের তিন ভ্যান বোঝাই পাট নিয়ে পুঠিয়ার ঝলমালিয়া হটে যাওয়ার জন্য বাড়ি থেকে ভোরে বের হই। পথে মধ্যে সময় বুড়ির রটতলার ব্রিজের কাছে পৌছালে হটাৎ করে সড়কের উপর দড়ি টানা দেখে আমরা ভ্যান থামাই। সেসময় চারজন ছিনতাইকারীর ভ্যানর সামনে এসে আমাকে ভ্যান থেকে নামতে টেনে নামায়। আমি ভ্যান থেকে নেমে কথা কাটাকটির এক পর্যায়ে
তাদের কাছে থাকা লোহার বড় দিয়ে আমাকে মার ধোর করে। এতে আমি গুরুত্বর আহত হই। সেসময় আমাদের তিনটি ভ্যানে থাকা পাট তার সেখানেই ফেলে ভ্যানগুলি আমাদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায়। পরে গুরুত্বর আহত রফিকুলকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এব্যাপারে থানায় মামলা করা হবে বলে রফিকুল জানান।
আর/এস