পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিএম হিবা বাচ্চু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আলঙ্গীর হোসেন, ইউনিয়ন চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ। সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ নিরোধের উপর আলোচনা করা হয়। পুঠিয়া
থানার অফিসার ইনচর্জ রেজাউল ইসলাম আইন-শৃংঙ্খলা উপর বক্তব্যে দেওয়ার শেষে শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল তার বক্তব্যে বলেন, গত সপ্তাহে আমার ইউনিয়নে বাল্যবিবাহ চলাকালে ও মাদক ব্যবসায়ীকে আটকের জন্য পুঠিয়া থানায় খবর দিলে পুঠিয়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে দুইটি বিষয়ে টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়। এ বিষয়ে সভায় পুঠিয়া থানা অফিসার ইনচার্জকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
আর/এস