পুঠিয়া প্রতিনিধিঃ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রভাবে মানুষের কর্মহীন হয়ে পড়ে নিম্ন আয়ের মানুষেরা। এসব কর্মহীন অসহায় বাস ট্রাকের হেলপার, সিএনজি অটো চালক ও ভ্যানগাড়ী চালকদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পুঠিয়ার শিবপুরে পবা হাইওয়ে পুলিশের উদ্যেগে কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৩টায় পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া হাইওয়ে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ পিপিএম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দি, ফাঁড়ি পুলিশের অন্যান্য সদস্যগণ। এসময় শতাধিক নিম্ন আয়ের এসব মানুষের মধ্যে সেমাই, চিনি, তেল, চাউল, সাবান ঈদ উপহার বিতরন করা হয়। খবর২৪ঘন্টা /এবি