রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউপির নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
দু’টি ইউপির নির্বাচন ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পুঠিয়া উপজেলার দু’টি ইউপির নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ০১ ডিসেম্বর, বাছাইয়ের তারিখ ০৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর ধার্য করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অফিস এ তথ্য নিশ্চিত করে জানান, দু’টি ইউপির নির্বাচন ইভিএম দিয়ে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোটার তালিকা চুড়ান্ত করা হবে।
বিএ/