রাজশাহী র্যাব-৫ এর একটি দল পুঠিয়ায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার রাত ১০টার দিকে পুঠিয়া বিহারীপাড়া ১৫ মাইল মোড়ে চেক পোস্ট বসিয়ে এ হেরোইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মোখলেছুর রহমান (৩৮)। তিনি রাজশাহীর পুঠিয়ার কান্দ্রাগ্রামের এলাকার আব্দুর রহমানের ছেলে।
র্যাব জানায়, সোমবার (২৫ সেপ্টেম্বর) ১০ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুঠিয়া থানার বিহারীপাড়া ১৫ মাইল মোড়ের চেকপোস্ট পরিচালনা করে র্যাব। এসময় সন্দেহভাজন হিসাবে মোখলেছুর রহমানকে আটক করে র্যাব।
পরে তার কাছে তল্লাশী চালিয়ে ১শ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায়, হেরোইন বিক্রির উদ্দেশ্যে বহন করছিল। পরে পুঠিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।
বিএ/