রাজশাহীর পুঠিয়ায় হাট ইজারাদার সুমন আলীকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। তাকে মুমূর্ষু অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে গেছে স্বজনরা।
রোববার (৯ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে পুঠিয়ার মধুখালি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমন পুঠিয়া পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক ইয়াহিয়ার ছেলে।
ইয়াহিয়া জানান, রোববার সন্ধ্যার দিকে সুমন ঝলমলিয়া থেকে হাড়োখালির দিকে যায়। সেখানে রাস্তায় তার গতি রোধ করে এলাকার সন্ত্রাসী মিঠুর নেতৃত্বে ৪/৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে তিনি জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। আহতকে চিকিৎসা নিতে বলা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিএ/