পুঠিয়া রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়া উপজেলা মডেল মসজিদ গেট সংলগ্ন স্থানে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়।
‘ন্যায্যমূল্যের’ এই দোকানে প্রতি হালি (লাল) ডিম ৩৪ টাকা ও সাদা ডিমের হালি ৩২ টাকা, এক লিটার দুধ ৭০ টাকা ও ব্রয়লার মুরগীর কেজি ২৭০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, নিম্ন আয়ের ক্রেতারা যেন পুরো রমজান মাসজুড়ে কম দামে প্রাণিজ আমিষ কিনতে পারেন সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারমিন আক্তার জানান, আমাদের এই ন্যায্যমূল্যের দোকান পুরো রমজান মাস চালু রাখার পরিকল্পনা রয়েছে। একজন মানুষ যদি সহজলভ্য বা সাধ্যের মধ্যে দুধ, ডিম, মাংস কিনতে পারেন, তাহলে তাঁর রোজা রাখা স্বস্তিদায়ক হবে। সে লক্ষ্য মাথায় রেখে সরকারের নির্দেশনায় এই কার্যক্রম শুরু করেছি।
বিএ..