পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিকদের সম্মানার্থে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার আয়োজনে বানেশ্বরে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য তাহের হুদা রঞ্জুর সঞ্চালনা ও উপজেলা আমির মাওলানা মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নুরুজ্জামান লিটন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বর্তমানে সংবাদপত্রগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে। তিনি সাংবাদিকদের সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে পুঠিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আরিফ সাদাত ও বানেশ্বর প্রেসক্লাবের সভাপতি জামাল দ্বীন সুমনও বক্তব্য রাখেন।
বিএ..