রাজশাহী সড়ক ও মোটর শ্রমিক ইউনিয়নের আদায়কারী কর্মী ইব্রাহিম হোসেন (৪০) মাছবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছেন।
তিনি ঝলমলিয়া এলাকার মৃত হাজী দেদার আলীর ছেলে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া জাকের মঞ্জিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটল বিষয়টি নিশ্চিত করে বলেন, ইব্রাহিম হোসেন শ্রমিক ইউনিয়নের সড়কের আদাকারী। প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে পুঠিয়া সদরে আসছিল। পথে জাকের মঞ্জিলের নিকট আসামাত্র একটি মাছবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পবা হাইওয়ে পুলিশ (শিবপুরহাট থানার) সার্জেন্ট (এসআই) শহীদ হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। এদিকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিএ/