রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী নারী (৪৫) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পরে ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময়ে উপজেলার বিড়ালদহ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সোমবার ভোর রাতে দুর্ঘটনায় আহত হয়ে পড়ে থাকতে দেখে বিড়ালদহ এলাকার লোকজন স্টেশনে ফোন করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ওসি মোফাক্কারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে বুঝা যাচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধি। এখনো পর্যন্ত তার কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। হয়ত রাতে সড়ক পারাপারের সময় কোনো গাড়ির নীচে পড়ে।
তিনি আরও বলেন, তার পরিচয় সনাক্তে থানা পুলিশ ও পিবিআই সদস্যরা কাজ করছেন। আপাতত তার লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হবে। তার কোনো পরিচয় না পেলে তাকে আন্জুমান-ঈ-মফিদুল এর মাধ্যমে দাফন করা হবে।
বিএ/