রাজশাহীর পুঠিয়ায় ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তারই শিক্ষক সানোয়ার হোসেন মানিকের বিরুদ্ধে।
ওই ছাত্রী ধাঁদাশ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং শিক্ষক সানোয়ার হোসেন একই বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক।
গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের পাশে নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বিষয়টি সুরাহা করার চেষ্টা করেন।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ সোমবার রাতে ওই ছাত্রীকে তাদের হেফাজতে নিয়ে আসেন। মঙ্গলবার ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা (নং ৭) করেছেন তার বাবা। মামলার একমাত্র আসামি সানোয়ার হোসেন পলাতক রয়েছে।
ভিকটিমের বাবা জানান, তার মেয়েকে মোবাইলে উত্ত্যক্ত করত ওই শিক্ষক। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কৌশলে ডেকে নিয়ে তার মেয়ের এমন সর্বনাশ করলো ওই লম্পট শিক্ষক।
বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, ঘটনাটি রাতেই শুনেছি। বিষয়টি নিন্দনীয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ওই ছাত্রী থানায় আমাদের হেফাজতে আছে। তাকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হবে।
বিএ/