পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজেশশাহীর পঠিয়ায় রাতের আঁধারে ৬০০ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে পুঠিয়া সাদরের কৃষ্ণপুর এলাকার হাসিবুল ইসলামের ২ বিঘা জমির প্রায় ৬০০ কলাগাছ রাতের আঁধারে কে বা কাহারা কেটে ফেলেছে।
হাসিবুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে কলাবাগানে যাই। পরে বাগানের কলাগাছগুলো কেটে পড়ে থাকা অবস্থায় দেখি। কলা গাছগুলোতে কলার কাঁদি বের হয়েছিল। এতে করে তার তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি। ওই এলাকার সাইফুল ইসলাম জানান, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু কলা গাছের সাথে কিসের শত্রুতা। দুই বিঘা জমিতে কলা ফলাতে তার অনেক খরচ হয়েছে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, বিষয়টি দুঃখজনক। ফসল ফলার জন্য কৃষকের অনেক কষ্ট করতে হয়। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।