1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় মলম পার্টির খপ্পরে ব্যাংক কর্মকর্তা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০:০০ পূর্বাহ্ন

পুঠিয়ায় মলম পার্টির খপ্পরে ব্যাংক কর্মকর্তা

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩

রাজশাহী থেকে ঠাকুরগাঁ যাবার পথে মলম পার্টির খপ্পরে পড়ে সবকিছু খোয়ালেন এনজিও কর্মকর্তা সাদেকুল ইসলাম (৫৯)। তিনি ঠাকুরগাঁয়ের মৃত কেরামত উল্লাহর ছেলে।

বুধবার (১৭ মে) দুপুর তিনটার দিকে বাড়িতে যাবার উদ্দেশ্যে রাজশাহীর ভদ্রার মোড় থেকে রাজ মেট্রো পরিবহনে যাত্রা করেন তিনি। পুঠিয়ার বানেশ্বর পর্যন্ত আসতেই তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান যাত্রীরা। পরে গাড়িটি পুঠিয়া পৌঁছলে যাত্রীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে যাত্রীরা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃতরা হলো কুষ্টিয়া সদরের ভাড়োয়াপাড়ার মকসেদ আলীর ছেলে মাহবুব আলী এবং গাইবান্ধার উত্তর গাগুয়াপাড়ার নান্নু মিয়ার ছেলে জয়নাল আবেদীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির হোসেন জানান, শুধু নাম ঠিকানা ছাড়া কিছু বলতে পারেননি তিনি। ব্যাংকার হলেও কোন ব্যাংকের কোন শাখায় চাকরি করেন, একথা স্পষ্ট বলতে পারছেন না তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, যাত্রীদের সহযোগিতায় মলম পার্টির দুইজনকে আটক করেছি। সাদেকুল ইসলাম চিকিৎসাধীন আছেন। তার কি কি খোয়া গেছে সুস্থ হওয়ার পর জানা যাবে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST