পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় সোহেল(২৫) নামের এক ভ্যানচালকের মধ্যে মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে পুঠিয়ার কান্দ্রা পূর্ব পাড়া আব্দুস সালামের কলা বাগান থেকে উদ্ধার করা হয়।
নিহত সোহেল পুঠিয়ার জরমডাঙ্গা গ্রামের লিলতার হোসেনের ছেলে। পুলিশ জানায়, সোহেলের পরনের লুঙ্গি গলায় পেচিয়ে তাকে হত্যা করে ওই কলাবাগানে ফেলে রাখে দুর্বৃত্তরা। কলাবাগানের মালিক আব্দুস সালাম জানান, বুধবার সকাল নয়টার দিকে কলাবাগান পরিচর্যার জন্য জমিতে গেলে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে পুঠিয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোহেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ভিকটিমের বাবা জানান, মঙ্গলবার তার ছেলে সোহেল সারাদিন ভ্যান চালিয়ে সন্ধার আগে বাড়িতে আসে। সোহেল রাত সাড়ে সাতটার দিকে খাবার খেয়ে বাড়ি হতে বাজারের দিকে যায়। আনুমানিক রাত নয়টার দিকে তাকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে একটি কলা খেতে তার লাশের সন্ধান পাওয়া যায়। তার পরনের লুঙ্গি গলায় পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, বুধবার সকালে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবা পুঠিয়া থানায় একটি মামলা করেছে। নিয়তের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।