জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়ন আওয়ামী লীগ ।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন, ভালুকগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী সুধীর চন্দ্র কর্মকার।
সাধারণ সম্পাদক মাসুম পারভেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য, মোঃ গোলাম ফারুক, জেলা সদস্য ও সাবেক মেয়র রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, রাজশাহী জেলা আওয়ামী মৎস্যজিবী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন, পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌসুমী বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৫ ই আগস্টে নিহত জাতির পিতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
বিএ/