রাজশাহীর পুঠিয়ায় কার্তিক চন্দ্র হালদার(৪৫) নামের এক ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করেছে। তার দু’টি সন্তান রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালে তার মৃত্যু হয়। পুঠিয়া পৌর সদরের কাঁঠালবাড়িয়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি।
মৃতের পারিবারিক সূত্র জানান, কার্তিকের মানসিক সমস্যা ছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কীটনাশক জাতীয় বিষ পান করেন তিনি। পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
৮ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন ঘটনাটি শুনেছেন বলে তিনি জানান।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, কার্তিক হালদার রামেক হাসপাতালে মারা গেছে। ময়নাতদন্ত করার বিষয়টি রামেক হাসপাতাল সংশ্লিষ্ট থানা বলতে পারবে।
বিএ/