রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বিড়ালদহ মাইপাড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
রোববার (১৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে অসাবধানতার কারণে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্মক আহত হন তিনি। পরে পরিবারের লোকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল জানান, তার এলাকার শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি দুপুরের দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বৃদ্ধ মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবারকে দাফনের জন্য বলা হয়েছে।
বিএ/