1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় বিকাশ দোকানসহ এক রাতে ৯ দোকানে চুরি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

পুঠিয়ায় বিকাশ দোকানসহ এক রাতে ৯ দোকানে চুরি

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্ুয়ারী, ২০২৪
চুরি। ছবি: প্রতিকি

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে বিকাশ দোকানসহ এক রাতে ৯ দোকানে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন লতিফ সুপার মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিকরা জানায়, চোরেরা সংঘবদ্ধভাবে দোকানের সার্টার টেনে ভিতরে প্রবেশ করে ৯টি দোকান থেকে ২টা মোবাইল ফোন, নগদ প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে যায়। তবে নগদ টাকা ছাড়া অন্য কোন মালামাল চুরি হয়নি বলে দোকান মালিকরা জানান। চুরি যাওয়া দোকানগুলো হলো আফজাল হোসেনের ঢাকা স্টোর (৯০হাজার টাকা), রানা টেলিকম (৮ হাজার ২শত), সজিবের স্মার্ট কসমেটিকস(১১ হাজার), সিয়ামের লাম ইয়া কসমেটিকস(১১ হাজার), সবুজের নগদ, বিকাশের সিটি কসমেটিক (এক লাখ), বারির জুঁই মনি কসমেটিকস(৯হাজার),আনিস আলীর ব্লু বার্ড(১৪ হাজার ৫০০) এবং শান্ত হোসেনের মিরাক্কেল (৮ হাজার)।

মার্কেটের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা থাকলেও ভিতরে একজন মানকি টুপি পরে চুরি করার দৃশ্য দেখা যায়। চুরি করার সময় সিসি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়, যার কারণে বাকিদের দেখা যায়নি।

একসঙ্গে এতগুলো দোকান চুরি হলো তখন ডিউটিরত নাইটগার্ড কি করল? এমন প্রশ্নের জবাবে বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুবায়ের হোসেন বলেন, আমার বাজারের নাইট গার্ড ভালো ডিউটি করে কিন্তু এই লতিফ মার্কেটে সামনে থেকে সাটার নামিয়ে দেওয়ার কারণে ঘিরে থাকে। যার কারণে বাইর থেকে ভিতরে কিছু দেখা যায় না। ফুটেজ দেখে মনে হলো ভোর বেলায় পেছনের দিক থেকে ঢুকে এ চুরির ঘটনা ঘটেছে।

পুঠিয়া থানা ইনচার্জ সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করি ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের সনাক্ত করার চেষ্টা চলছে। চোর চক্রকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST