রাজশাহীর পুঠিয়ায় বাসের চাপায় জালাল শেখ (৫০) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও চালক-হেলপার পালিয়ে যান।
নিহত জালাল শেখ মহানগরের বোয়ালিয়া থানা এলাকার বাসার রোডের শফি শেখের ছেলে।
মঙ্গলবার (৬ জুন) বিকেল ৫ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, ওই ভ্যান চালক রাজশাহী শহর থেকে বানেশ্বর বাজারের দিকে আসছিলেন। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ওই ভ্যানে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ওই ভ্যান চালক ঘটনা স্থলেই মারা যান।
এ ব্যাপারে পুঠিয়ার বেলপুকুর থানার ওসি মাসুদ পারভেজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে একটি যাত্রীবাহী বাস একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে ভ্যান চালকের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
বিএ/