1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় পুকুর খনন ও সড়ক ক্ষতির প্রতিবাদ করতে গিয়ে হামলায় আহত ৪ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২০ জানয়ারী ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

পুঠিয়ায় পুকুর খনন ও সড়ক ক্ষতির প্রতিবাদ করতে গিয়ে হামলায় আহত ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

রাজশাহীর পুঠিয়ায় পুকুর খনন বন্ধ ও ইটভাটার মাটিবাহী অবৈধ ট্রাক্টরে সড়ক ধ্বংসের প্রতিবাদ করে স্থানীয়রা।

এতে ইটভাটার লোকজনের হামলায় প্রতিবাদকারী ৪ জন আহত হয়েছে। এ সময় ভুক্তভোগিরা আইনি সহায়তা চাইলে পুলিশ এসে উল্টো চাঁদা চাওয়ার অযুহাতে তাদের বাড়িতে তল্লাসি চালানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বাসুপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত মিজান বলেন, বেলাল হোসেনের মদিনা ইটভাটার ১২/১৪ টি ট্রাক্টর মাত্রাতিরিক্ত মাটি বহন করে গ্রামীন সড়ক ভেঙ্গে যাচ্ছে। এ বিষয়ে সোমবার দিবাগত রাতে এলাকার কয়েকজন যুবক প্রতিবাদ জানায়। ওই সময় খবর পেয়ে বেলালের নেতৃতে ১৫/১৬ জন লাঠিসোটা নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। এতে তিনিসহ মুক্তা, ঈমন ও সাহেদ নামের ৪জনকে পিটিয়ে আহত করে তারা। পরে সকলেই স্থানীয় ভাবে চিকিৎসা নেন। বিষয়টি ওই রাতেই থানা পুলিশকে জানিয়েছিলাম। অথচ পুলিশ আমাদের উপর চাঁদাবাজির অভিযোগ তুলে প্রতিবাদকারিদের হয়রানি করতে তাদের বাড়িতে তল্লাসি চালিয়েছে।

মদিনা ইটভাটার মালিক বেলাল হোসেন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, গতরাতে ৫ টি গাড়ি ভাটায় মাটি বহন করছিল। পথে কিছু লোকজন চাঁদা দাবী করে গাড়ি অবরোধ করার চেষ্টা করে। খবর পেয়ে লোকজন নিয়ে তাদের ধাওয়া করা হয়েছিল। তিনি বলেন, পুকুর খনন বা ভাটার গাড়ি দিয়ে মাটি বহন করলে সেটা পুলিশ-প্রশাসন দেখবে। ওরা কেনো? ট্রাক্টর গুলো অবৈধ হলে তাদের সমস্যা কোথায়। তিনি বলেন, এ ঘটনার পর মাটি বহন করা বন্ধ রাখা হয়েছে।

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, একটি প্রভাবশালী মহলের ইন্ধনে রাতের আঁধারে তিন ফসলি জমিতে পুকুর খনন হচ্ছে। আর ওই মাটি বহন করে গ্রামীন সড়ক ধ্বংস করা হচ্ছে। কেও প্রতিবাদ করলে ওই পক্ষ থানা পুলিশের মাধ্যমে চাঁদাবাজি মামলার ভয় দেখানো হচ্ছে। সেই সাথে পুলিশ প্রতিবাদকারীদের বাড়িতে গিয়ে তল্লাসি চালাচ্ছে! এটা কেমন বিচার।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, পুকুর খননে প্রতিদিন কমছে ফসলি জমি আর প্রতিবাদ করলেই চাঁদাবাজি মামলার হুমকি। এ বিষয়ে সম্প্রতি স্থানীয় লোকজন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। অথচ রহস্যজনক কারণে পুকুর খননকাজ বন্ধ হচ্ছে না। এখনতো দেখছি প্রতিবাদকারীরা পুকুর খননকারিদের হামলা-মামলার শিকার হচ্ছে।

তবে থানার ওসি ফারুক হোসেন বলেন, কিছু লোকজন ভাটার গাড়ি আটকিয়ে চাঁদাবাজির চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। তিনি বলেন, ওখানে মিজানের নেতৃত্বে কিছু বিএনপির লোকজন চাঁদাবাজ চক্র গড়ে তুলেছে। ওই চক্রটিকে প্রতিহত করার চেষ্টা চলছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল ইসলাম বলেন, তিনি নিজে গিয়ে ওই এলাকায় পুকুর খনন করা ভেকু বন্ধ করে দিয়ে এসেছেন।

আর প্রতিবাদকারী কেউ হামলা বা হয়রানির শিকার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST