পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ার বিলমাড়িয়ায় পুকুর খননের মাটি ঈদ গাহের গর্ত ভরাটের জন্য চাইতে গেলে পুকুর মালিক পক্ষের লোকজন হামলা করে। এতে সংঘর্ষে তিন জন আহত হয়। আহতরা হলেন রুহুল আমিন, টিপু সুলতান ও ডিশ ব্যবসায়ী কালাম। তারা রামেক হাসপাতালে ভর্তি আছে।
শুক্রবার পুঠিয়ার সৈয়দপুর বিলমাড়িয়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর বাজারে ঈদগাহের গর্ত ভরাটের জন্য পুকুর খননের মাটি দেওয়ার কথা ছিল টিপু সুলতানের বাবার পুকুর থেকে। কিন্তু মাটি না দেওয়ার কারণে ডিশ ব্যবসায়ী কালাম টিপু সুলতানের বাবার কাছে যায়। এক পর্যায়ে টিপু সুলতান ও তার ভাই আতিক তাকে মারধর করে মৃত ভেবে ভূট্টা খেতে ফেলে রাখে। খবর পেয়ে সৈয়দ পুর এলাকার লোকজন সেখানে যায়। পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে রুহুল আমিন ও টিপু সুলতান আহত হয়।
বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন, টিপু সুলতানদের কাছে চাঁদা চাওয়ার প্রশ্নই উঠে না। আমাদের এলাকায় ৪/৫ টি পুকুর খননের কাজ চলছে। আমরা চাঁদা চেয়েছি তা কেউ বলতে পারবে না। টিপু সুলতানের ভাই ভুয়া মুক্তি যোদ্ধা সনদ দেখিয়ে পুলিশ চাকরি নিয়েছে। আরেক ভাই আতিক এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায়। তারা যা করে তা সাধারণ জনগণের উপর চাপাচ্ছে।
ঘটনার দিন আলম নামের একজন চাপাতি নিয়ে কোপায় তারা। খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গেলে আমাদের চাইনিজ কুড়াল দিয়ে কোপায়। আমাদের চারটি মোটর সাইকেল ভাঙ্চুর করে। এলাকাবাসী টিপু সুলতানদের ভয়ে তটস্থ।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, পুকুরের মাটি সরবরাহ নিয়ে সংঘর্ষ হয়েছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএ..