রাজশাহীর পুঠিয়ায় পুকুর খননের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দিবাগত রাতে পুঠিয়ার বিভিন্ন স্থানে পুকুর খননকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের রাতোয়াল, মঙ্গলপাড়া ও পচামাড়িয়াসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে রাতোয়াল, মঙ্গলপাড়া ও পচামাড়িয়ায় মাটি খননের স্থান থেকে স্কেভটর মেশিনের পাঁচটি ব্যাটারি ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযান হবে এরকম অনুমান করতে পেরে মালিক ও স্কেভেটর চালকরা আগেই পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কাউকে দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর জানান, অনেকে অবৈধভাবে পুকুর খননের কাজ করছে। এতে কৃষি জমি কমে যাবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হবে। একারণে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
বিএ…