২৯ ডিসেম্বর নির্বাচনে রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে মঙ্গলপাড়া মাদ্রাসা মাঠে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুলকে বিজয়ী করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে – প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার সফল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ ।
এসময় উপস্থিত ছিলেন, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম মোল্লা,
নাটোর নলডাঙার খাজুরিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সাগর, তাহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র বাবুল খাঁ, শিলমাড়িয়া ইউপির সাবেক সাধারণ শুকুর আলী সর্দার,কিশমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আকবর আলী, তাহেরপুর পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ ও যুবলীগ নেতা সোহেল রানাসহ পৌর ও শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম।
বিএ/