রাজশাহীর পুঠিয়ায় ইজারাদার নাজমুল ইসলাম সুমনের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শান্তিকামী উপজেলাবাসী।
মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ছয়টার দিকে উপজেলা আ’লীগের অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-রাজশাহী মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু সভাপতিত্বে-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছামাদ নাজমুল ইসলামের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন,এই জনপদে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসের পৃষ্ঠপোষক আহসানুল হক মাসুদের নেতৃত্বে এই হামলা করা হয়। এ ঘটনার জন্য মাসুদ ও তার বাহিনীকে দায়ী করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও আ’লীগ নেত্রী মৌসুমি রহমান, পুঠিয়া সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েল, জেলা আ’লীগ সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক ও ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম।
উল্লেখ্য, মোটর শ্রমিক ইউনিয়ন রাজশাহী, পুঠিয়া শাখার সেক্রেটারি নুরুল ইসলাম হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার রয়েছে আহসানুল হক মাসুদের বিরুদ্ধে।
বিএ/