রাজশাহীর পুঠিয়ায় নাশকতা মামলায় বিএনপির দুইজন স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আলম আলী ও লালন সরদার।
শুক্রবার (৫ মে) রাত দশটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। আলম আলী পুঠিয়ার সৈয়দপুর এলাকার আফসার আলীর ছেলে ও লালন সরদার বানেশ্বর খুঁটিপাড়ার আবু বকরের ছেলে।
আলম আলীকে পুঠিয়ার মোল্লাপাড়া বাজারে ও লালন সরদারকে ফুলবাড়ি বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার দায়ে গ্রেফতার করা হয়েছে।
তবে তাদের পারিবারিক সূত্র জানায়, এসব ঘটনা গত বছেরর এবং মামলাগুলো গায়েবি। এসব মামলার এজাহার ভূক্ত আসামি নন তারা। হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে তাদেরকে।
পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, গতবছর ইউনিয়ন পরিষদ নির্বাচনকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা করার দায়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বিএ/