পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পঠিয়ায় এক ডাক্তারের শিশু পুত্র আবরারকে(৬) হত্যা করা হয়েছে।
মঙ্গলবার পুঠিয়ার বেলপুকুরের আগলা গ্রামের মাইনুলের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে বেলপুকুর থানা পুলিশ।
নিহত আবরারের বাড়িও বেলপুকুরের আগলা গ্রামে। রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার শওকত শরীফের ছেলে। মঙ্গলবার মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আবরার। তার প্রতিবেশী ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া দুই ছাত্রী সাদিয়া ও নাহিদা তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে বাড়ির পাশের পুকুরের পাশের জমিতে ফেলে রাখে। সাদিয়া গ্রামের সেলিম ও নাহিদা মাইনুলের মেয়ে।
আবরারের বাবা ডাক্তার শওকত শরীফ জানান, তিনি পেশাগত কারণে ব্যস্ত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় পরিবার থেকে জানতে পারি আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। করে বেলপুকুর থানায় খবর দিলে পুলিশ হওয়া এলাকাবাসী খুঁজে আব্রামের লাশ উদ্ধার করা হয়। নাহিদা ও সাদিয়াকে পুলিশ আটক করেছে।
পুঠিয়ার বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী জানান, ঘটনার সাথে জড়িত থাকার কারণে দুইজনকে আটক করা হয়েছে। তারা কৌতুহলবশত ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবরারের লাশ ময়না তদন্তের জন্য রমেশ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তার শওকত থানায় একটি হত্যা মামলা করেছেন।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।