পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি(৪৫) নিহত হয়েছেন। রোববার সকাল আটটার দিকে স্থানীয় লোকজন ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে বেলপুকুর থানায় খবর দেন। বেলপুকুর থানা পুলিশ ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করেন।
বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী জানান, সকালে আমরা খবর পাই পুঠিয়ার বেলপুকুর ভড়ুয়া পাড়া রেললাইনের ধারে এক ব্যক্তির লাশ পড়ে আছে। পরে ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করেন। আমরা তাদেরকে সহযোগিতা করি। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি
ঈশ্বরদী রেলওয়ে পুলিশের কর্মকর্তা আতিকুর রহমান জানান, নিহত ব্যক্তি কোন মেইল ট্রেনে রাজশাহীতে আসা বা যাওয়ার সময় পড়ে গিয়ে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার লাশটি ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।