পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পঠিয়ায় টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিড়ালদহ মাজার এলাকায় স্থানীয় বিএনপি নেতা রফিক মেম্বারকে কুপিয়েছে বিএনপির মিঠুন গ্রুপের লোকজন। তাকে আশঙ্কা জনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা বারোটার দিকে প্রকাশ্যে বিড়ালদহ মাজারের সামনে বানেশ্বর ইউনিয়নের মেম্বার রফিককে পেয়ে বিএনপি’র আরেক গ্রুপের নেতা মিঠুন ও সীমান্তের নেতৃত্বে ৫/৭ জন ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করে। এ ঘটনার পর স্থানীয় জনগণ ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহে অবস্থান করে। এতে ঘন্টা ব্যাপী যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। রফিক মেম্বারকে স্থানীয় বিএনপি নেতা মিঠুন ও সীমান্তের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে শুনছি।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান,বিএনপি নেতা রফিক মেম্বারকে বিএনপি’র অপর একটি গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এতে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
বিএ..